পরিবেশ রক্ষায় ৩০ টি সহজ কাজ আমরা করতে পারি



দৈনন্দিন কার্যবলিতে একটু সচেতন হলেই পরিবেশ রক্ষায় গুরত্বপুর্ণ ভূমিকা রাখতে পারি আমরা। এর জন্য বড় অঙ্কের ডোনেশন কিংবা আন্দোলনে নামার প্রয়োজন নেই।
উপরন্তু, আমাদের সময় ও অর্থ দু'টাই বাঁচবে। ভাল থাকবে স্বাস্থ্য, সুন্দর থাকবে চারপাশের পরিবেশ। আসুন, আমরা একটু সচেতন হই। পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। পৃথিবীটাকে আরো বেশী আবাসযোগ্য করে তুলি।
ইঙ্কেন্ডেসেন্ট লাইটের পরিবর্তে ফ্লোরেসেন্ট লাইট বাল্ব ব্যবহার করি।
কম্পিউটার স্লিপ মুডে না রেখে, বন্ধ করে রাখি।

দাঁত ব্রাশ করার সময় পানির টেপ বন্ধ রাখি।
কাগজের দুই পৃষ্ঠাই প্রিন্ট করি। 
কাপড় ওয়াশিংমেশিনে না শুকিয়ে রোদে শুকাতে দেই।
ভাল ফেব্রিকের ডায়াপার ব্যবহার করি।
সপ্তাহের অন্তত একদিন শাক-সবজি খাই।
গরম পানিতে কাপড় ধোয়ার পরিবর্তে নরমাল পানি ব্যবহার করি।
টিস্যু পেপার কম ব্যবহার করি।
রিসাইকলযোগ্য গ্লাস ব্যবহার করি।
পুরনো সংবাদপত্র রিসাইকল করে ব্যবহার করি।
মোড়ক হিসেবে পুরনো খবরের কাগজ, কাপড় বা এজাতীয় কিছু ব্যবহার করি।
বোতলের পানি কেনার পরিবর্তে বাসায় পানির ফিল্টার রাখি।
বাথটাবে গোসলের পরিবর্তে শাওয়ারে গোসল করি।
বাসনকোসন ডিশক্লিনার লাগিয়ে একবারে ধুই।
সঙ্গীসহ একত্রে গোসল করি।
অল্পসময়ে গোসল সেরে ফেলি।
গাছ লাগাই।
জ্বালানি বাঁচাতে গাড়ির ক্রুজ কন্ট্রোল ব্যবহার করি।
সেকেন্ড-হ্যান্ড জিনিষ ব্যবহারে অভ্যস্ত হই।
স্থানীয় খাবার ক্রয় করি।
পেপার কাপের পরিবর্তে নিজস্ব কাপ ব্যবহার করি।
অপ্রয়োজনে লাইট নিভিয়ে রাখি।
পুরাতন ফোন বিকল্প কাজে লাগানোর ব্যবস্থা করি।
লাইটারের পরিবর্তে ম্যাচের কাঠি ব্যবহার করি।
অব্যবহার্য জিনিসপত্র দান করি।
অনলাইন টিকেট কেটে ভ্রমণ করি।
প্লাস্টিক ব্যাগের ব্যবহার বর্জন করি।
রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করি।
নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

Source: brightside.me

No comments

Powered by Blogger.